বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

United Nations এর অন্যতম গৃহিত উদ্যোগ গুলির মধ্যে অন্যতম বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল Magrahat Pastorate  এর St. Andrew's Church এ।

5th June,Magrahat pastorate  এর ৬টি মন্ডলীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
                              বৃষ্টিমুখর দিনটি যেন জানিয়ে গেল কতটা প্রয়োজন রয়েছে এই দিনটি উদযাপন করার ।বৃষ্টির কারণে অনুষ্ঠানটি যদিও দেরিতে শুরু হয়েছিল ,তবুও দিনটি সুন্দরভাবে উদযাপিত হলো।
    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পরিবেশ সম্মন্ধে সচেতন করার উদ্যোগে Magrahat Pastorate এর Presbyter Inchanrge Rev. Ajay Kr. Sardar একটি সুন্দর ক্লাস নেন।বিভিন্ন প্রশ্ন উত্তর,মত প্রকাশ এবং বাস্তবিক বিভিন্ন বিষয়ের মাদ্ধমে তিনি তাদের সচেতন করেন পরিবেশ সম্মন্ধে।
                             এইদিন প্রত্যেক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী শপথ নেয় যে তারা ৫টি করে গাছ লাগাবে এবং পরিবেশের যত্ন নেবে।


                     অনুষ্ঠানটি আরো পূর্ণতা ও সার্থকতা পায় যখন Barrackpore Diocese এর মহামান্য বিশপ মহাশয় তাঁর অমূল্য সময় দিয়ে Magrahat Pastorate এ আসেন।
এইদিন তাঁকে পেয়ে আমরা কয়েকদিন আগে ফেলে আসা তাঁর জন্মদিনটি উদযাপন করি।

Birthday celebration of Rt.Rev.Paritosh Channing
এরপর তিনি পরিবেশ সম্মন্ধে এবং গাছের কতটা প্রয়োজন রয়েছে সেই বিষয়ে তাঁর মহামুল্যবান বক্তব্য দান করেন।
                  এইদিন Magrahat Pastorate এর সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিশপ মহাশয়ের হাত থেকে তুলে দেওয়া হয় ছোট্ট উপহার।



এরপর শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচী।এই সময় উপস্থিত ছিলেন ।মগরাহাট গ্রাম পঞ্চায়েত এর প্রধান মোদিনা বিবি মহাশয়া এবং পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য।
Rt.Rev Paritosh Canning along with Magrahat Gram Panchayat Samity
বিশপ মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা দের দ্বারা বৃক্ষরোপণ কর্মসূচি দ্বারা অনুষ্ঠানটির সমাপ্তি হয়|
  

আমরা Rev. Ajay Kr. Sardar মহাশয়ের কাছে কৃতজ্ঞ এমন একটি অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার জন্য।

Comments

Post a Comment

Magrahat Pastorate